[আহসান তানভীর পিয়াল, ভোকালিস্ট ‘অড সিগনেচার’]
মৃত্যুর স্বাদ সকল প্রাণিকেই গ্রহণ করতে হবে এটাই সৃষ্টির নিয়ম। কিন্তু কিছু মৃত্যু মেনে নেওয়া সত্যি কষ্টদায়ক। ‘অড সিগনেচার’ এর এই দূর্ঘটনায় দেশের সঙ্গীতজগতের ক্ষতিও তার মধ্যে একটা।
ছাব্বিশ বছর বয়সী তরুণ গায়ক আহসান তানভীর পিয়াল তার অন্য সঙ্গীদের সঙ্গে সিলেটের এমসি কলেজ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পথিমধ্যে ড্রিম হলিডে পার্কের সামনে আনুমানিক ৫ ঘটিকায় একটি বাসের সাথে ধাক্কায় মাইক্রোবাস চালক সহ সেখানেই নিহত হন। তার সহশিল্পীরাও আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, “লাশ দুটো ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের নিকটাত্মীয়দের সাথে যোগাযোগ করা হয়েছে। বাকি কাজ তাদের অনুমতিসাপেক্ষে করা হবে।“ পুলিশ ইনচার্জ আরো জানিয়েছেন, বাসটি হানিফ পরিবহনের ছিল এবং বাসটি উদ্ধার করা হয়েছে তবে বাসের চালক পলাতক। আশা করা যায়, খুব শীঘ্রই চালক ধরা পড়বে।
এদিকে পিয়ালের মৃত্যুতে বাংলাদেশের তরুণসমাজ শোকাভিভূত। কয়েক বছর আগে গায়ক পিয়ালের কন্ঠে “এই দেহখান নিও না শ্মশানে” খুব জনপ্রিয় হয়ে উঠে। বলা হয়, এক আত্মহত্যাকারীর শেষ বক্তব্য ছিল সেই গানটি কিন্তু আজ মনে হয় যেন আজকের এই দিনটার জন্য পিয়াল এই গানটি গেয়েছিলেন। সৃষ্টিকর্তা তার আত্মাকে চিরশান্তি দান করুন।