ইসরায়েল গাজায় একটি কন্টেইনারে ভরা ৮৮টি মৃতদেহ পাঠিয়েছে। এ ঘটনায় গাজার কর্মকর্তারা মৃতদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। বুধবার এই কন্টেইনারটি গাজায় পৌঁছায়। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মৃতদেহগুলোর বেশিরভাগই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে খোঁজ করে এসব মৃতদেহ উদ্ধার করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে তারা এ ধরনের আরও মৃত্যুর আশঙ্কা করছেন, কারণ ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।