ফাউস্তিনো ওরোর বয়স মাত্র ১০ বছর। আর্জেন্টাইন বিস্ময়বালকের নামের পাশে এরই মধ্যে ‘মেসি’ শব্দটা বসে গেছে। তবে ফুটবল মাঠে নয়, নতুন এই মেসির রাজত্ব দাবার ৬৪ ঘরে। বিনা কারণে তার নামের পাশে যে ‘মেসি’ শব্দটা বসেনি, সেই প্রমাণ আরেকবার দিয়েছে ওরো। বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়েই হইচই ফেলে দিয়েছে চার বছর আগে দাবায় হাতেখড়ি নেওয়া ওরো।
দাবার মেসি কার্লসেনকে হারিয়েছে গত শনিবার। দ্য বুলেট ব্রল নামে পরিচিত বার্ষিক এক অনলাইন টুর্নামেন্টে প্রিয় দাবাড়ু কার্লসেনের বিপক্ষে ৪৮ চালে কিস্তি মাত করেছে ওরো। বুলেট ব্রলে একটু দ্রুতগতিতেই চাল দিতে হয় দাবাড়ুদের। সেই দাবায় কার্লসেনের ভুলের সুযোগ নিয়েই ইতিহাস গড়েছে ওরো।
অনলাইন এই টুর্নামেন্টে কার্লসেনসহ অংশ নিয়েছেন ১৫৬ জন দাবাড়ু। সেই ১৫৬ জনের মধ্যে দাবার মেসি হয়েছে ২১তম। চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরা।