1. abrarbinjamil22@gmail.com : আবরার বিন জামিল : আবরার বিন জামিল
  2. abubakerchowdhury95@gmail.com : আবু বকর চৌধুরী : আবু বকর চৌধুরী
  3. shudinsongbad@gmail.com : Shudin Songbad :
  4. almahmudsuny2323@gmail.com : আল মাহমুদ : আল মাহমুদ
  5. mikhaled97@gmail.com : মুসাফির মির্জা : মুসাফির মির্জা
  6. iammalihaislam@gmail.com : মালিহা ইসলাম : মালিহা ইসলাম
  7. ozihaammu@gmail.com : ফারহান আহম্মেদ রিয়াজ : ফারহান আহম্মেদ রিয়াজ
  8. rania.rattile@gmail.com : রাণীয়া রাত্তিল হিমি : রাণীয়া রাত্তিল হিমি
  9. raziasultana72525@gmail.com : রাজিয়া সুলতানা : রাজিয়া সুলতানা
  10. nafisatasnim961@gmail.com : রুহিয়া সাঈদ : রুহিয়া সাঈদ
  11. sajidjahan1961@gmail.com : শুভ হাসান : শুভ হাসান
  12. suksukonna74@gmail.com : সুকন্যা শেখ : সুকন্যা শেখ
  13. tarekrakib1998@gmail.com : সুদিন আলী : সুদিন আলী
এবারে কলম পেন্সিলের সাথে ' মোমবাতি ' নিয়ে পরীক্ষা দিতে যাবে চট্টগ্রামের শিক্ষার্থীরা। - Shudin Songbad
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

এবারে কলম পেন্সিলের সাথে ‘ মোমবাতি ‘ নিয়ে পরীক্ষা দিতে যাবে চট্টগ্রামের শিক্ষার্থীরা।

সুদিন ডেস্ক
  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩ বার

মোমবাতি নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে শুনতে একটু অদ্ভুত লাগলে ও এটাই সত্যি। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিটি জারী করে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছেন কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২২-এর আহ্বায়ক ড. মোহাম্মদ তৌহিদুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতার কারণে সাময়িকভাবে পরীক্ষার হলে আলোক স্বল্পতা হতে পারে। সেজন্য পরীক্ষার্থীদের ছোট চার্জলাইট বা মোমবাতি সঙ্গে রাখার জন্য নির্দেশক্রমে পরামর্শ দেওয়া যাচ্ছে।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক এক শিক্ষার্থী মোরশেদ হোসেন চৌধুরী বলেন, “পরীক্ষার হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব। অথচ কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এ সংকট নিরসন না করে শিক্ষার্থীদের মোমবাতি বা চার্জলাইট নিয়ে পরীক্ষার হলে আসার পরামর্শ দেওয়াটা উদ্ভট।”

এর উত্তরে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুমেন কুমার বড়ুয়া বলেন, “গত ৬ মে প্রাকৃতিক দুর্যোগের কারণে দিনের বেলায় পুরো অন্ধকার নেমে আসে। এর মধ্যে চলে যায় বিদ্যুৎ। এ কারণে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলেও যাতে পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টি না হয় এজন্য আগাম প্রস্তুতি হিসেবে চার্জলাইট বা মোমবাতি আনতে বলা হয়েছে। দুর্যোগে আলোর স্বল্পতা রোধে রুমে আইপিএস সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া বিদ্যুৎ গেলেও যাতে জ্বলে এ ধরনের লাইটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ অফিসকেও অবগত করা হয়েছে যাতে পরীক্ষার সময় লোডশেডিং না করে। এটাকে এত বড় করে দেখার কিছুই নেই।”

এই ক্যাটাগরির আরোও খবর
© All rights reserved
Developer By Zorex Zira