ওয়ানডে সিরিজ জয়ের পর বড় আশা নিয়ে টেস্ট সিরিজে নেমেছিল টাইগাররা। তবে ৩২৮ রানের বিশাল পরাজয়ে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে শান্তর দল। ম্যাচ শেষে শান্ত জানালেন, এই ম্যাচ থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতে কাজে লাগাবেন তারা।
‘বড় রানের হোক আর ছোট রানের হোক, হার তো হার। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন না। দুই দলেরই টপ অর্ডারের সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব। প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।’