শ্রীলংকার সাথে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিরোধ নিদাহাস ট্রফি থেকেই। সেই সময় নাগিন আর এখন তা রুপ নিয়েছে টাইমড আউট সেলিব্রেশনে। টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলংকার সবাই টাইমড আউট সেলিব্রেশন করে। এরপর বাংলাদেশ ওডিআই সিরিজ জিতে আবার ম্যাথিউজ কে ট্রল করে মুশফিক
মুশফিক একজন সিনিয়র ক্রিকেটার হয়ে এমন ক্যানো করলো এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু শুরু যে শ্রীলংকাই করেছিলো। আর খেলার মধ্যে কোনো সিনিয়র জুনিয়র নেই বলেই মুশফিক এমন করেছেন।