বেদনা
তুমি ছুঁয়ে দিলেই কেমন অসুখ অসুখ করেবেদনা এসো ছুঁয়ে দাওপ্রেম শুষে নাও
তুমি এলেই বুঝি কবিতারা ঝরেকবিতা এসো ছুঁয়ে দাওবেদনা শুষে নাও
বেদনারও বুঝি দুঃখ হয় বুক খা খা করে!