বাংলাদেশে সবচেয়ে বেশি যেটার অভাব ছিলো সেটা লেগ স্পিনার, আর দ্বিতীয় একজন ফিনিশার। বাংলাদেশের ম্যানেজমেন্ট কি কল্পনা করেছিলো এই দুইটা তারা একসাথে পেয়ে যাবে? এমনটাই হয়ত দেখা গেছে শ্রীলংকার সাথে শেষ ওয়ানডে ম্যাচে! লেগ স্পিন এর সাথে ১৮ বলে ৪৮ রানের ইনিংস তাক লাগিয়েছে সবাইকে। সে আর কাউ নন। রিশাদ হোসেন। আফিফ,মোসাদ্দেক এরা অল রাউন্ডার কিন্তু টেইল এন্ডে ব্যাট করে ঝড়ো ইনিংস এরা কখনো খেলতে পারেনা সেখানে রিশাদ গুটিকয়েক ম্যাচ খেলেই যা করছেন তাতে আফিফ,মোসাদ্দেক দের দলে চান্স পাওয়া কষ্টকর হয়ে যাবে।
তবে রিশাদ একদিনে তৈরি হননি।আড়াই বছর আগে থেকেই ক্রিকেট বলের তুলনায় চারগুন বেশি ওজনের বিশেষ বল দিয়ে ছক্কা মারার অনুশীলন করেন রিশাদ! বাংলাদেশের কোন ক্রিকেট রিপোর্টারের কাছে যে প্রমাণ নেই, সে প্রমাণই এই আলোচনাতে। ১৫৫-১৬৫ গ্রামের ক্রিকেট বল নয়, রিশাদ ছক্কা মারার প্র্যাকটিস করতেন ৬০০ গ্রামেরও বেশি ওজনের বল দিয়ে!