বেগম রোকেয়া বিংশ শতাব্দীতে একটি অসাধারণ কল্পকাহিনি লিখেছেন, ‘সুলতানার স্বপ্ন’। পুরুষবর্জিত যেমন সমাজের স্বপ্ন মেয়েরা দেখে সুলতানার স্বপ্ন উপন্যাসটা তারই প্রকৃতি যেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘Barbie’ ও একই উপন্যাসের আখ্যান যেন।
উল্লেখ্য, ভিডিওটি তৈরি করা হয়েছে মজার ছলে যেখানে দেখা যায় একটি মেয়ে তার পরিবারসমেত বিয়ের জন্য একটি ছেলেকে দেখতে যায়। ব্যাপারটা দেখতে ও শুনতে হাস্যকর হলেও ভিডিওটি দেখে মনে হলো সমাজ পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তন ভালো নাকি খারাপ সেই তর্কযুদ্ধে না গিয়ে এটা বলা যায় নারী-পুরুষের সমতা নিয়ে বহুকাল ধরে যে অভিমত, আন্দোলন চলছে এ তারই বহিঃপ্রকাশ।
ভবিষ্যতে কনেপক্ষ ও যাবে পাত্র দেখতে যেমনটা আসে বরপক্ষের বাড়িতে তখন পাত্রটি দুরুদুরু বুকে হাতে চা-নাস্তার প্লেট নিয়ে যাবে পাত্রী ও তার বাড়ির লোকের সামনে এবং রীতিনীতি অনুযায়ী নিজের গুণাবলী পাত্রীপক্ষের সামনে তুলে ধরবে। ব্যাপারটা খুব সাবলীল সুন্দর। ‘সুলতানার স্বপ্ন’ উপন্যাসের জেনানাস্থান বা ‘Barbie’ সিনেমার Barbie Land নয় বরং পরিবর্তন আসছে যে পরিবর্তন সমাজের সমতার কথা বলে, এবং তৈরি করবে নারী পুরুষের মধ্যে ঐক্যতার বীজ।