কখনো শুনেছেন কি আলু পটল কিংবা অন্য যেকোন কিছুর মত বাজারে কেজি দরে কেনাবেচা হচ্ছে টাকা! অদ্ভুত ব্যাপার হলেও এমনটাই ঘটছে আফ্রিকার একটি দেশ সোমালিল্যান্ডে। বিক্রেতারা টাকার পসরা নিয়ে বসেন হাট বাজারে আর ক্রেতারা সেগুলো কিনে নিয়ে যান কেজি দরে।
দেশটিতে দিনে-দুপুরে রাস্তার ধারে ফুটপাথে কাড়ি কাড়ি টাকা নিয়ে বসে থাকেন বিক্রেতারা। টাকার মূল্য কম থাকায় টাকার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দেশটির মানুষেরা।
সোমালিল্যান্ডের মুদ্রার নাম শিলিং। ২০০০ সালে ১ ডলারের বিপরীতে দেশটির নাগরিকদের গুনতে হতো প্রায় ১০ হাজার শিলিং। বছর পাঁচেক আগেও এক ডলারের মূল্যমান ছিল প্রায় ৯ হাজার শিলিং।
আন্তর্জাতিক মানদণ্ডে ডলারের বিপরীতে শিলিংয়ের দরপতন বাড়ায় বিচিত্র এই বাজারের সৃষ্টি। যদিও বর্তমানে এক ডলারের বিপরীতে গুনতে হয় প্রায় ৬০০ শিলিং। দিনে দিনে ঘুচতে শুরু করেছে ছোট্ট ওই দেশটির দরপতনের দুঃখ। সোমালিল্যান্ডের ৬ টাকার সমান বাংলাদেশের ১ টাকা।
তাহলে হিসাবটা মিলিয়ে নিন ১০০ ডলার খুচরো করলে কত শিলিং পাবেন আপনি, আর তা নিতে হয়তো ভাড়া করতে হবে ছোটখাটো ট্রাক।
মজার বিষয় হলো প্রতিদিন রাস্তার ধারে এত এত টাকা বেচাকেনা হলও একদম নেই চুরি ছিনতাইয়ের ভয়। মূলমান এতই কম যে, চুরি করার আগ্রহ কিংবা ইচ্ছে হারিয়ে ফেলেছে চোরেরাও।