২০২৪ সালে এইবার আইপিল হলো বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ এবং ভারতের প্রতিবছর আইপিল হওয়া রীতিমতো সেরা দলগুলোকে নিয়ে। যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় অবস্থা এবং আগ্রহ। এইবার আইপিলে অংশ নেয় ১০ টি শক্তিশালী দল। এইবার আইপিএল প্রতি মৌসুমের মতো অনেক জাঁকজমকপূর্ণ হচ্ছে। প্লে অফ নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রতিটি দলই।এইবার আইপিলে একমাত্র বাংলাদেশী হিসেবে অংশ নেয় মুস্তাফিজুর রহমান।সে দেশে ফিরেছে এবং ন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকে মাঠে নামবে। প্লে অফের দৌড়ে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলস বলতে গেলে নিশ্চিত করে ফেলেছে। আর থাকলো বাকি দুইটা দল, সেগুলোর জন্য তুমুল লড়াই করছে,চেন্নাই সুপার কিংস, সানরাইজারর্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়েন্টস। এবার রানের ফুলঝুড়ি বইছে আইপিলে। রেকর্ডের পর রেকর্ড গড়ছে এক একটি দল।সেই ১২ বছরের রেকর্ড ভেঙে নিজেরাই গড়েছে ২৮৭ রানের বড় রেকর্ড গড়লেন সানরাইজারর্স হায়দ্রাবাদ সেইটা আবার রয়েল চ্যালেন্জার্স ব্যাঙ্গালারুর বিপক্ষে। এবারে রানে আছেন বিরাট কোহলি সবার শীর্ষে ৬৩৪ রান করে।উইকেটে আছেন হার্শাল পাটেল। সর্বোপরি এবার একটা ইতিহাস সাক্ষী হচ্ছে আইপিল। লড়াকু রান। হিমশিম খাচ্ছে রীতিমতো ২৫০+ রান করেও।